কশাইয়ের ১ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৩০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড
দিনাজপুর প্রতিনিধি;
দিনাজপুরের বোচাগঞ্জে গাভীন (গর্ভবতী) ছাগল চুরি করে জবাই করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা পেলো কশাই। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ছন্দা পাল।
জানা যায়, জহরুল কশাইয়ের দোকানে গাভীন (গর্ভবতী) ছাগল চুরি করে জবাইয়ের কথা দ্রুত বাজারে ছড়িয়ে পড়ে। উপজেলা নির্বাহী অফিসার ও বোচাগঞ্জ থানাকে খবর দেয় স্থানীয়রা। ঘটনাস্থলে থেকে জহরুলের শ্যালক ব্যবসায়ী সহযোগী কশাই শুভকে (২১) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেয় নির্বাহী ম্যাজিস্ট্রেট ।সেসময় দোকানে জহরুল ছিলেন না।
ভ্রাম্যমাণ আদালতের সূত্রে জানা যায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারায় ১ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৩০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড দেন বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ছন্দা পাল।

