কর্মসূচির শ্রমিক দিয়ে ব্যক্তিগত কাজ করানোর অভিযোগ

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০১:৩৮ PM, ০৬ মে ২০২১

Spread the love

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৪০ দিনের কর্মসূচির শ্রমিক দিয়ে ব্যক্তিগত কাজ করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। উপজেলার কামদিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোশাহেদ হোসেন চৌধুরী বাবলু এ কাজ করে নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। বুধবার (৫ মে) কর্মসূচির প্রায় ৭০জন শ্রমিক দিয়ে এ কাজ করে নেন তিনি।

জানা গেছে, অতি দরিদ্র এবং মৌসুমী বেকার শ্রমিক পরিবারের জন্য ৪০ দিনের কর্মসূচি প্রকল্পটি চালু করে সরকার। কিন্তু নিয়ম নীতিকে তোয়াক্কা না করে প্রকল্পে সংষিøষ্ট অনেক জনপ্রতিনিধিরা তাদের ইচ্ছামত কর্মসূচির লোকজন দিয়ে তাদের ব্যক্তিগত কাজ করে নেন। এমনিভাবে উপজেলার কামদিয়া ইউনিয়নের চেয়ারম্যান ৪০ দিনের কর্মসূচির লোক দিয়ে তার ব্যক্তিগত কাজ করে নেন।

এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান মোশাহেদ হোসেন চৌধুরী বাবলুর কাছে জানতে চাইলে তিনি বলেন, ইউনিয়নে কাজ কম থাকায় হতদরিদ্র এক নারীর পুকুরের মাটি কেটে দিতে বলা হয়েছে।
চৌকিদার শ্রী রবিন বলেন, কর্মসূচির লোকজন ঠিকমত কাজ করছে কিনা তা দেখভাল করার জন্য চেয়ারম্যান আমাকে পাঠিয়েছে। এখানে আমার কি করার আছে।

জানতে চাইলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, কর্মসূচির শ্রমিক দিয়ে ব্যক্তিগত কাজ করানোর কোন সুযোগ নেই। কোনো শ্রমিক যদি কর্মসূচির কাজ করতে না এসে অন্য কারো কাজ করে সেক্ষেত্রে তার হাজিরা খাতায় নাম উঠবেনা। আর সে ওইদিনের কোনো মজুরিও পাবেনা।

আপনার মতামত লিখুন :