কর্মসূচির শ্রমিক দিয়ে ব্যক্তিগত কাজ করে নিলেন ইউপি সদস্য
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৪০দিনের কর্মসূচির শ্রমিক দিয়ে ব্যক্তিগত কাজ করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে। উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের ৩নং ওয়ার্ড সদস্য রফিকুল ইসলাম এ কাজ করে নেন। বেলাল ও ছাত্তারসহ বেশ কয়েকজন এ কাজ করেছিল।
এ ব্যাপারে ইউপি সদস্য রফিকুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার ভাই জমিতে কাজ করেছিল। ওই সময় যদি শত্রুতাবসত কর্মসূচির লোক এসে ছবি তুলে থাকে সেটা আমার জানা নেই। অনেকে আমার সঙ্গে শত্রুতা করছে।
জানতে চাইলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, কর্মসূচির কাজ করার কথা ২৯ জন শ্রমিক। সেখানে ২৩জনকে উপস্থিত পাওয়া গেছে। কোনো শ্রমিক যদি কর্মসূচির কাজ করতে না এসে অন্য কারো কাজ করে সেক্ষেত্রে তার হাজিরা খাতায় নাম উঠবেনা। আর সে কোনো মজুরিও পাবেনা। তবে স্থানীয়দের অভিযোগ কর্মকর্তারা এমন নীতি বাক্য বলেই থাকে, প্রতিদিন ২০ থেকে ২২জন শ্রমিক কাজ করে। অন্যরা কাজ না করলেও হাজিরা খাতায় তাদের নাম থাকে এবং তারা শ্রমিকের মজুরিও পায়। এক্ষেত্রেও অনুপস্থিতিদের নাম পরে খাতায় উঠবে।

