কবি সরোজ দেব আর নেই

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৬:১৩ PM, ২৪ ফেব্রুয়ারী ২০২৫

Spread the love
গাইবান্ধা প্রতিনিধি;
গাইবান্ধার কবি সরোজ দেব (৭৬) না ফেরার দেশে চলে গেলেন।
সোমবার সকালে গাইবান্ধায় নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তিনি আত্মীয়-স্বজন পাড়াপ্রতিবেশিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
কবি সরোজ দেব ১৯৪৮ সালের ২৬ মার্চ গাইবান্ধা শহরের পূর্বপাড়ায় জন্মগ্রহণ করেন। বাবা প্রখ্যাত ধ্রুপদী সঙ্গীত শিল্পী ওস্তাদ উপেন্দ্র নাথ দেব ও মাতা সান্তু দেব।
কবি সরোজ দেব ১৯৭৩ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পরে গাইবান্ধা এসে তিনি প্রান্তিক মানুষের যাপিত জীবন নিয়ে কাব্যচর্চা করতে থাকেন।
এপর্যন্ত তার কাব্য গ্রন্থের সংখ্যা আটটি। এর মধ্যে উল্লেখযোগ্য হলো – ধবল মেঘের দিনগুলো, অনন্ত রোদ্দুরে এসো, সুখের সৎকার, স্বপ্ন শুয়েছিল কুয়াশায় এবং সময় আমাকে হত্যার কথা বলে গেছে।
এছাড়া প্রায় ৪২ বছর ধরে তিনি ‘শব্দ’সহ শতাধিক লিটল ম্যাগ সম্পাদনা করেছেন।
এর বাইরে নিজের জীবনী গ্রন্থসহ আরও ১০টি প্রবন্ধ গ্রন্থের সম্পাদনা করেছেন বলে জানা যায়। রংপুর বিভাগের ৮টি জেলার তরুণ লেখকদের অনুপ্রাণিত করতে তিনি এইসব লিটল ম্যাগাজিন প্রকাশ করতেন বলে জানা গেছে। বিভিন্ন জাতীয় পত্রিকায় কবি সরোজ দেবের জীবন এবং সাহিত্যকর্ম নিয়ে ক্রোড়পত্র প্রকাশ হয়েছে।
আজ বিকেল সাড়ে ৪টায় পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে তাঁর শেষ শ্রদ্ধা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যা ৬টায় গাইবান্ধা পৌর মহাশ্মশানে প্রয়াত কবির অন্তেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে।

আপনার মতামত লিখুন :