কঠোর লকডাউন বাস্তবায়নে মাঠে সেনাবাহিনী

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০১:৪৬ PM, ২৪ জুলাই ২০২১

Spread the love

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;

কোভিড-১৯ বিস্তাররোধে গোবিন্দগঞ্জে চলমান রয়েছে কঠোর লকডাউন। আর জনসাধারণকে এই কঠোর লকডাউনের বিধিনিষেধ মানাতে কাজ করছে সেনাবাহিনীর সদস্যরা।

শনিবার (২৪ জুলাই) লকডাউনের দ্বিতীয় দিনে গোবিন্দগঞ্জ উপজেলায় ক্যাপ্টেন নমিতা ইসলাম মিতুর নেতৃত্বে দিনব্যাপী সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের ৩২ ফিল্ড রেজিমেন্টের আর্টিলারীর সদস্যরা প্রচারণা চালায়।

তিনি জানান, মানুষকে ঘরমুখী করতে ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে মাঠে কাজ করছে সেনাবাহিনী। একই সঙ্গে মানুষের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হচ্ছে।

জানা গেছে, মহামারী করোনা পরিস্থিতে মানুষকে নিরাপদে রাখতে চলমান লকডাউনে বেশ কিছু বিধিনিষেধ জারি করেছে মন্ত্রীপরিষদ বিভাগ।মানুষের এসব বিধিনিষেধ মানাতে মাঠে রয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে সেনাবাহিনী, র‌্যাব, পুলিশসহ অন্যান্য বাহিনীর সদস্যরা। বিনা কারণে মানুষ যেন ঘরে বাহিরে বের না হয়, সে বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছেন তারা। এসময় বিধিনিষেধ অমান্যকারিদের জরিমানা করা হচ্ছে। সেইসাথে মানুষের মাঝে সচেতনতা সৃষ্টিসহ প্রশাসনের পক্ষ থেকে বিনামূল্যে মাস্ক বিতরণও করা হচ্ছে।

প্রশাসন ও সেনাবাহিনীসহ আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সদস্যরা নিরলসভাবে দায়িত্বপালন করায় রাস্তাঘাট প্রায় ফাঁকা রয়েছে। হাট-বাজারগুলোতেও মানুষের উপস্থিতি কম।

এদিকে, শহরের হাট-বাজারগুলোতে মানুষ কিছুটা বিধিনিষেধ মানলেও, ছোট ছোট বাজার ও গ্রামগুলোতে স্বাস্থ্যবিধি তেমন মানা হচ্ছে না। এসব স্থানে প্রশাসনের নজরদারি না থাকায় মানুষের অবাধে চলাফেরা করতে দেখা গেছে।

গাইবান্ধা জেলা প্রশাসক আবদুল মতিন জানান, লকডাউনে মন্ত্রিপরিষদ বিভাগের বিধিনিষেধ বাস্তবায়নে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে যৌথবাহিনীর সদস্যরা কাজ করছে। তারা সার্বক্ষণিক মাঠে রয়েছে। এই বিধিনিষেধ যারা অমান্য করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।

আপনার মতামত লিখুন :