ওএমএস আওতায় চাল, আটা বিতরণের উদ্বোধন

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৪:৪৫ PM, ০১ সেপ্টেম্বর ২০২২

Spread the love

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;

গোবিন্দগঞ্জে ওএমএস আওতায় চাল, আটা বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে।

শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ, এই প্রতিপাদ্যে গোবিন্দগঞ্জ উপজেলা খাদ্য অধিদপ্তরের বাস্তবায়নে সরকার কর্তৃক পরিচালিত ওএমএস আওতায় জন প্রতি ৫ কেজি চাল ৩০ টাকা কেজি ও আটা ১৮ টাকা দরে বিতরণ হয়েছে ।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকালে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ প্রধান।

এতে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ.র.ম শরিফুল ইসলাম জর্জ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক স্বপন কুমার দে, কামারদহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শরিফুল ইসলাম রতন, উপজেলা চাউল কল মালিক সমিতির সভাপতি আব্দুল গফুর প্রধান বাবলু,ত দারকি কর্মকতা নাজনীন আক্তার বানুসহ কর্মকর্তা বৃন্দ প্রমুখ।

আপনার মতামত লিখুন :