এস আই সোহাগ ফকির এর বিদায় সংবর্ধনা

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০২:২৪ PM, ১৭ অক্টোবর ২০২২

Spread the love

এম এ ওয়াহেদ, লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি;

হবিগঞ্জের লাখাই থানার এস আই সোহাগ ফকিরের বিদায় সংবর্ধনা দিলেন লাখাই থানার অফিসার্স বৃন্দ।

গতকাল রবিবার রাত ৯টায় লাখাই থানার ওসি মোহাম্মদ নুনু মিয়ার অফিস রুমে এস আই সোহাগ ফকির কে আনুষ্ঠানিক ভাবে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।

এস আই সোহাগ ফকিরের বিদায় সংবর্ধনা অনুষ্টানে ওসি মোহাম্মদ নুনু মিয়া, ওসি তদন্ত চম্পক দাম, এস আই দেবাশিষ তালুকদার, এস আই বিপুল দেবনাথ, এ এস আই ইলিয়াস হোসেন,  কনষ্টেবল ইউসুফ সহ আরো অনেকেই উপস্থিত থেকে এস আই সোহাগ ফকিরকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে

উল্লেখ্য যে, এস আই সোহাগ ফকির দীর্ঘদিন লাখাই থানায় সতাতার সহিত দায়ীত্ব পালন করে গেছেন। বর্তমানে এস আই সোহাগ ফকির হবিগঞ্জ জেলার মাধবপুর থানায় যোগদান করেছে।  বিদায় সংবর্ধনা কালে উপস্থিত সকলেই তার ভবিষ্যৎ মঙ্গল কামনা করেন।

আপনার মতামত লিখুন :