এলাকায় আতঙ্ক; গোবিন্দগঞ্জে উদ্ধারকৃত শক্তিশালী মর্টার সেলটির বিস্ফোরণ ঘটিয়েছে সেনাবাহিনীর বোমা নিস্ক্রিয়কারী দল

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০১:৩৫ PM, ১০ জুন ২০২১

Spread the love

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;

গাইবান্ধার গোবিন্দগঞ্জে গত ২দিনে মর্টার সেল ও টাইমবোম উদ্ধার হওয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ উদ্ধারকৃত বিস্ফোরক দু’টিকে বোমা সদৃশ বললেও বিস্ফোরণ ঘটানোর পর প্রমাণিত হয়েছে একটি ছিল তাজা টাইমবোম ও অপরটি শক্তিশালী মর্টার সেল।

জানা গেছে, গত ৮ ফেব্রুয়ারীতে গোবিন্দগঞ্জ পৌর শহরের খলশী চাঁদপুর গ্রামের পাশে করতোয়া নদীর তীরে পুলিশ মর্টার সেলটি উদ্ধার করে। কিন্তু পুলিশ ওই দিন অজ্ঞাত কারণে বিষয়টি গোপন রাখে। ৯ জুন উপজেলার কামারদহ ইউনিয়নের শেরপুর ভাগগোপাল গ্রামের ওয়ার্ড কৃষকলীগের সভাপতি মেহেদি হাসানের বাড়ি থেকে টাইমবোম উদ্ধার করে। এ সময় পুলিশ বিস্ফোরক দু’টিকে বোমা সদৃশ বলে চালিয়ে দেয়। কিন্তু ৯ জুন ঢাকা থেকে র‌্যাবের বোমা নিস্ক্রিয়কারী দলকে ডেকে এনে টাইমবোমটির বিস্ফোরণ ঘটানো হয়।

অপরদিকে ১০ জুন রংপুর থেকে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের ক্যাপ্টেন আবু সালেহ’র নেতৃত্বে বোমা নিস্ক্রিয়কারী একটি দল এসে মর্টার সেলটি পরিক্ষা- নিরীক্ষার পর মর্টার সেলটি একটি শক্তিশালী মর্টার সেল বলে সনাক্ত করে। এরপর ওই দলটি উপজেলার সাহেবগঞ্জ বাগদাফার্ম ইক্ষু খামার এলাকার ফাঁকা জায়গায় মর্টার সেলটির বিস্ফোরণ ঘটায়। এসময় মর্টার সেলটি বিকট শব্দে বিস্ফোরিত হয়ে কুন্ডলী ধোঁয়ায় এলাকাটিকে আচ্ছাদিত করে ফেলে। এ দু’টি ঘটনায় এলাকার মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

গোবিন্দগঞ্জ থানার ওসি এ কে এম মেহেদি হাসানকে এ বিষয়ে জিজ্ঞাস করলে তিনি জানান, থানার ফেসবুক আইডিতে তথ্য দেয়া আছে এই বলে তিনি বিষয়টি এড়িয়ে যান।

আপনার মতামত লিখুন :