এলাকার ভোটারদের সাথে গাইবান্ধায় আলোচনা ও মতবিনিময় সভা

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৫:৩২ PM, ২০ ডিসেম্বর ২০২৫

Spread the love

স্টাফ রিপোর্টার;

এলাকার ভোটারদের সাথে বাংলাদেশ রাস্ট্র সংস্কার আন্দোলন ও অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ গাইবান্ধা জেলা শাখার আয়োজনে শনিবার বিকেলে সদর উপজেলার দারিয়াপুর পুরাতনহাট প্রাঙ্গণে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের সহ-সভাপতি প্রকৌশলী মো. নজরুল হক।
মোছা. শাহিনুর বেগমের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম চৌধুরী, ভূমিহীন মৎস্যজীবী ও বাঙালী বিষয়ক সস্পাদক শেখ নাসির উদ্দিন, দপ্তর সম্পাদক ছামিউল আলম রাসু, সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন আহমেদ ও বাংলাদেশ রাস্ট্র সংস্কার আন্দোলন জেলা আহবায়ক মৃণাল কান্তি বর্মণ প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কনক সরকার।

বক্তারা অর্থনৈতিক সংস্কার হিসেবে দুর্নীতি-বিরোধী বিশেষ আইন অবৈধ অর্থ উদ্ধার, রাস্ট্রের সকল ক্ষমতা, সম্পদের উপর জনগণের মালিকানা প্রতিষ্ঠায় রাস্ট্রের পূর্ণ সংস্কার, জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) গণভোট হা না বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

আপনার মতামত লিখুন :