এলাকার ভোটারদের সাথে গাইবান্ধায় আলোচনা ও মতবিনিময় সভা
স্টাফ রিপোর্টার;
এলাকার ভোটারদের সাথে বাংলাদেশ রাস্ট্র সংস্কার আন্দোলন ও অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ গাইবান্ধা জেলা শাখার আয়োজনে শনিবার বিকেলে সদর উপজেলার দারিয়াপুর পুরাতনহাট প্রাঙ্গণে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের সহ-সভাপতি প্রকৌশলী মো. নজরুল হক।
মোছা. শাহিনুর বেগমের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম চৌধুরী, ভূমিহীন মৎস্যজীবী ও বাঙালী বিষয়ক সস্পাদক শেখ নাসির উদ্দিন, দপ্তর সম্পাদক ছামিউল আলম রাসু, সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন আহমেদ ও বাংলাদেশ রাস্ট্র সংস্কার আন্দোলন জেলা আহবায়ক মৃণাল কান্তি বর্মণ প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কনক সরকার।
বক্তারা অর্থনৈতিক সংস্কার হিসেবে দুর্নীতি-বিরোধী বিশেষ আইন অবৈধ অর্থ উদ্ধার, রাস্ট্রের সকল ক্ষমতা, সম্পদের উপর জনগণের মালিকানা প্রতিষ্ঠায় রাস্ট্রের পূর্ণ সংস্কার, জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) গণভোট হা না বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।