এক শ্রেণির মানুষ আছে যারা সারাক্ষণ অপপ্রচারে তৎপর থাকেন; সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি;
আওয়ামীলীগের মহিলাবিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি বলেছেন, এক শ্রেণির মানুষ আছে যারা সারাক্ষণ অপপ্রচারের জন্য তৎপর থাকেন। তারা যেন অপপ্রচার করার সুযোগ না পায়। সেই জন্য আমি সংসদ সদস্য হিসেবে কালীগঞ্জ উপজেলার মধ্যে প্রথম করোনার ভ্যাকসিন নিলাম। আমরা সবাই একই সময়ে ভ্যাকসিন পাবো। একইভাবে সবাই করোনা থেকে মুক্তি পাবো। এটা আমি নিয়েছি আপনারাও নিবেন। ভ্যাকসিন নেয়ার পর কোনো ধরনের সমস্যা হয়নি। যারা জনগণের সাথে বেশি সম্পৃক্ত চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, নার্স ও জনপ্রতিনিধিরা অগ্রাধিকার ভিত্তিতে তারা আগে ভ্যাকসিন পাবেন।
রোববার (৭ ফেব্রুয়ারী) সকাল ১১টার সময় সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে কোভিড-১৯ টিকা নিয়ে টিকাদান কর্মসূচির উদ্বোধন করে উপস্থিত সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আমি কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে করোনার ভ্যাকসিন নিয়েছি। এই করোনার ভ্যাকসিন কিন্তু আমাদের মাননীয় সংসদ সদস্যদের জন্য আলাদাভাবে দেয়ার ব্যবস্থা রাখা হয়েছে। আমি মনে করেছি উপজেলায় এসে ভ্যাকসিন দিলে সাধারণ মানুষের মাঝে একটি বার্তা যাবে, করোনার ভ্যাকসিন সব জায়গায় একই। ভিআইপিদের জন্য আলাদা এবং সাধারণ মানুষদের জন্য আলাদা, এটা নয়।
করোনা মহামারী সারা বিশ্বকে আক্রান্ত করেছে। সেখান থেকে মুক্তি পেতেই করোনা ভ্যাকসিন। ইতোমধ্যে সেই ভ্যাকসিন বাংলাদেশের মানুষের দ্বারপ্রান্তে পৌছে দেয়ার জন্য সরকার ব্যবস্থা করেছেন। আজ সারাদেশে ভ্যাকসিন দেয়া শুরু হয়েছে। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। এই সূত্র ধরে উপজেলা পর্যায়ে ভ্যাকসিন দেয়া হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শিবলী সাদিক, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মো.মিনহাজউদ্দিন মিয়া, জেলা আওয়ামী লীগের সদস্য তাসলিমা রহমান লাভলী, বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান আকন্দ ফারুক প্রমুখ।

