একলাব ইউনিসেফ প্রকল্পের আওতায় মহেশখালী পৌরসভা

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৬:৪০ AM, ২৬ ফেব্রুয়ারী ২০২১

Spread the love

মোহাম্মদ শাহাবউদ্দীন, মহেশখালী;

ইউনিসেফ- এর আর্থিক সহযোগিতায় মহেশখালী পৌরসভায় গত ২৪ ফেব্রুয়ারী কোভিড-১৯ ভ্যাকসিন জনসচেতনতা বৃদ্ধির জন্য কমিউনিটি কনসাল্টটেশন মিটিং অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ ফেব্রূয়ারী) মহেশখালী পৌরসভা সম্মেলন কক্ষে মোহাম্মদ মকসুদ মিয়া মেয়রের সভাপতিত্বে কোভিড-১৯ প্রতিরোধে ভ্যাকসিন গ্রহণ বিষয়ে সুশীল সমাজের মানুষদের সম্পৃক্ত করার উপর গুরুত্ব আরোপকল্পে একটি কমিউনিটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতির বক্তব্যে মেয়র বলেন, কোভিড-১৯ মহামারি মোকাবিলায় মহেশখালীতে একলাব সংস্থার ব্যাপক কার্যক্রম পরিচালনা করেছে। একলাব শুধু পৌরসভা এলাকাতেই নয়, সমগ্র মহেশখালীসহ কক্সবাজার জেলায় বিভিন্ন উপজেলায় মাঠ পর্যায়ের কর্মীদ্বারা ঘরে ঘরে সঠিকভাবে মাস্ক ব্যবহার ও কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণের জন্য সুরক্ষা অ্যাপস- এর মাধ্যমে নিবন্ধন করতে জনগনকে উৎসাহিত করছে।

আপনারা একলাবের সচেতনতামূলক কাজের সাথে সার্বিকভাবে সহযোগিতা করবেন। বিশেষ করে মসজিদের ইমাম, স্কুলের শিক্ষকদের ব্যাপক ভূমিকা নেয়ার জন্য আহবান করেন।

উক্ত মতবিনিময় সভায় স্বাগত বক্তব্যকালে প্রকল্পের মনিটরিং অফিসার মেহজাবিন আলম বলেন, আসুন আমরা সবাই সরকারের নিদের্শনা অনুযায়ী কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণ করি এবং সবাই এই মহামারী থেকে সুরক্ষিত থাকি।

স্বাগত বক্তব্যকালে প্রকল্পের কমিউনিটি এ্যানগেজমেন্ট অফিসার তারেকুল হাসান রাসেল বলেন, তাই সবাই মিলে মুখ, নাক ও থুতনির সাথে ভালোভাবে বেঁধে মাস্ক পরি, নিজে নিরাপদ থাকি এবং অন্যকেও নিরাপদ থাকি।

কোভিড-১৯ ভ্যাকসিন নিরাপদ যা বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক স্বীকৃত । গুজবে কান দেবেন না, সত্য জানবো এবং সবাইকে জানাবো।

এতএব, আপনারা যার যার জায়গা থেকে কোভিড-১৯ ভ্যাকসিন নেয়ার জন্য জনগনকে উৎসাহিত করুন। জনগনকে মহামারির কবল থেকে রক্ষা করেন।

উক্ত সভায় উপস্থিত ছিলেন, পৌর এলাকার জনপ্রতিনিধি, শিক্ষক, মসজিদের ইমাম, সুশীল সমাজের ব্যাক্তিবর্গ সহ বিভিন্ন এনজিও সংস্থার প্রতিনিধিগণ।

আপনার মতামত লিখুন :