ইয়াবার চালান জব্দ করতে গিয়ে যাত্রীর কাছে মিলল ১০০ ভরি স্বর্ণ
মাগুরা প্রতিনিধি;
মাগুরায় ১০০ ভরি সোনার ১০টি বারসহ চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার বিকেলে পারনান্দুয়ালী বাস টার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতার যুবকের নাম সাকিব হোসেন (২২)। সাকিব যশোরের শার্শা উপজেলার পুটখালী গ্রামের ইয়াজুল ইসলামের ছেলে।
মাগুরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে পরিদর্শক কবির আহম্মেদ গণমাধ্যমকে জানান, তারা গোপন সূত্রে জানতে পারেন যে চট্টগ্রাম থেকে যশোরগামী ঈগল পরিবহনের বাসে এক যাত্রী ইয়াবার চালান নিয়ে যশোর যাচ্ছেন। পথিমধ্যে তারা ঈগল পরিবহনের বাসটিকে পারনানান্দুয়ালী বাস টার্মিনাল এলাকায় আটক করেন।

