আয় বহির্ভূত সম্পদ; শিবগঞ্জ আসনের জাতীয় পার্টির এমপির বিরুদ্ধে দুদকের মামলা
নিজস্ব প্রতিবেদক;
বগুড়া-২ ‘শিবগঞ্জ আসনের’ জাতীয় পার্টির সংসদ সদস্য ও বগুড়া জেলা জাতীয় পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শরিফুল ইসলাম জিন্নাহর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করেছে দুদক।
গতকাল মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ কমিশনের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম বাদী হয়ে এ মামলাটি করেন। ওই মামলায় এমপি শরিফুল ইসলাম জিন্নাহর বিরুদ্ধে ১ কোটি ৫৯ লাখ ৭৮ হাজার ১১৩ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ৮৯ লাখ ২৭ হাজার ৫৫৮ টাকা সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে।
এর আগে, ‘২০১৯ সালের ১৬ সেপ্টেম্বর তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে সম্পদ বিবরনী দাখিলের নোটিশ দিয়েছিল। পরে সেটি ‘যাচাই বাছাই’ করে অবৈধ সম্পদ ও তথ্য গোপনের সন্ধান পায় দুদক।
‘দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয়ের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য বিষয়টি নিশ্চিত করেছেন।’

