আশ্রয়ণ প্রকল্পের ঘর পুননির্মাণের দাবী
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার গোবিন্দগঞ্জে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ প্রকল্পের ঘর পুননির্মাণের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার সকাল ১১টায় উপজেলার কামদিয়া ইউনিয়নের মরাবস্তা পুকুর পাড়ে সুবিধাভোগি পরিবারের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
রিমন হেমরমের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন, রেখা সরেণ, গাব্রিয়াল হেমরম, মণ্ডল মুরমু ও মুক্তার হাজদা সহ আরও অনেকে।
বক্তারা বলেন, আমরা দীর্ঘদিন ধরে মাটির তৈরী ঘরে বসবাস করে আসছি। মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী আমাদের আশ্রয়ণ প্রকল্পের ঘর বরাদ্দ দিয়েছেন। ভেবেছিলাম আমাদের দীর্ঘদিনের দুঃখ লাঘব হবে, স্বপ্ন পুরণ হবে। ছেলে-মেয়েদের নিয়ে নিশ্চিন্তে ঘরে বসবাস করতে পারব। কিন্তু আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। সেই ঘর তৈরীতে নানাভাবে অনিয়ম করা হয়েছে। ঝুকিপূর্ণ ঘর তৈরী করে দেওয়া হয়েছে। সবচেয়ে বড় কথা হলো, ঘরের ভিত্তিপ্রস্থর দেওয়া হয়নি। ঘরের দেয়াল ফাটল সহ মেঝে ফেটে চৌচির হয়ে গেছে। ফলে ঘরে বসবাসের আগেই অনুপযোগি হয়ে পড়েছে। এখানে আদিবাসীদের জন্য ৫০টি ঘর বরাদ্দ দেওয়া হয়েছে। এরমধ্যে প্রায় সবগুলো ঘরেরই একই অবস্থা।
ওইসব ঘরে বসবাস করাটা আমরা নিরাপদ মনে করছিনা। এরপর গত দুদিন হলো কয়েকজন মিস্ত্রি এসে ঘরের মেঝে সংস্কার করছে। যেভাবে সংস্কার করা হচ্ছে তাও টেকসই হবে না। আমরা ঘর পুননির্মাণ চাই। আমরা আদিবাসী পরিবার মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। তিনি যেন আমাদের স্থায়ীভাবে বসবাস উপযোগি ঘর নির্মাণ করে দেন।
এ ব্যাপারে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু সাঈদ বলেন, আদিবাসীদের অভিযোগ তদন্ত করে দেখব। এর সত্যতা পেলে আমরা ব্যবস্থা নেব।

