আশ্রয়ণ প্রকল্পের গৃহসহ বিভিন্ন উন্নয়ন  কাজ পরিদর্শন করলেন অতিরিক্ত সচিব

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ১২:৩৯ AM, ০৮ জুলাই ২০২২

Spread the love

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি;

গাইবান্ধার পলাশবাড়ীতে আশ্রয়ণ-২ প্রকল্পের নির্মাণাধীন গৃহ সমূহসহ মডেল মসজিদ ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাজ পরিদর্শন করলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এপিডি মো. আব্দুস সবুর মন্ডল।

বৃহস্পতিবার (৭ জুলাই) বিকেলে পলাশবাড়ী পৌরশহেরর অফিসেরহাটে নির্মিত মডেল মসজিদ এবং বাড়াইপাড়া সরকারি ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন কাজ ছাড়াও উপজেলার হোসেনপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে আশ্রয়ণ-২ প্রকল্পের নির্মাণাধীন গৃহ সমূহ পরিদর্শন করেন তিনি।

এসময় জেলা প্রশাসক মো. অলিউর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফ হোসেন, পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান নয়ন, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান এএসএম রফিকুল ইসলাম মন্ডল রিপন, মোছা. আনোয়ারা বেগম, উপজেলা প্রকৌশলী মো. শাহারিয়ার, সহকারি উপজেলা শিক্ষা অফিসার মো. আসাদুজ্জামান দোলন, হোসেনপুর ইউপি চেয়ারম্যান মো. তৌফিকুল আমিন মন্ডল টিটু, বিদ্যালয়ের শিক্ষক ও ইউপি সদস্যবৃন্দসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এপিডি মো. আব্দুস সবুর মন্ডলকে পলাশবাড়ী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

আপনার মতামত লিখুন :