আলু বীজ চাষীদের ক্ষতির মুখ থেকে রক্ষা করে পুনঃ দাম নির্ধারণের দাবি
স্টাফ রিপোর্টার;
চুক্তিভিত্তিক আলু বীজ চাষীদের ক্ষতির মুখ থেকে রক্ষা করে পুনঃ দাম নির্ধারণের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে চুক্তিভিত্তিক আলু বীজ চাষীদের আয়োজনে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া বাজারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মলনে লিখিত বক্তব্য পাঠ করেন কৃষক জিয়া হায়দার।
লিখিত বক্তব্যে জিয়া হায়দার বলেন, গতবছর যে বীজের মুল্য নির্ধারিত ছিল তার তুলনায় এবছরে প্রতিকেজি ৮ টাকা কম মুল্য নির্ধারন করা হয়েছে। যার ফলে কৃষকদের উৎপাদন খরচ উঠানো কষ্টসাধ্য হয়ে পড়েছে। তাই কৃষকরা উচ্চ মুল্য না হলেও গত বছরের সমান মুল্য রাখার দাবি জানান।
নতুবা কম মুল্যে বীজ উৎপাদন করা হলে গুনগত মান কমে যাওযার কারণে গোটারদেশেই তার প্রভাব পড়বে, যার ফলে কৃষিখাত হুমকির মুখে পড়বে।
সরকার যদি তাদের এই ন্যায্য দাবি মেনে না নেয় তবে রাজপথ অবরোধসহ কঠোর আন্দোলনের হুশিযারি উচ্চারণ করেন তিনি।
সংবাদ সম্মেলনে স্থানীয় কৃষকবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

