আ’লীগ কার্যালয় ভাংচুরের ঘটনায় সাবেক এমপি সহ ৩৩ জনের নামে মামলা
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার গোবিন্দগঞ্জে আওয়ামীলীগের উপজেলা কার্যালয় ভাংচুর সহ বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী, স্থানীয় এমপি ও পৌর সভার সাবেক মেয়র উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের ছবি ভাংচুরের দায়ে সাবেক স্বতন্ত্র এমপি সহ ৩৩ জনের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। মামলা নং- ৫৩ তাং- ২৫-২-২০২১।
মামলা সূত্রে জানা গেছে, গত ২০ ফেব্রুয়ারী শনিবার দুপুরে সাবেক এমপি অধ্যক্ষ আবুল কালাম আজাদের নেতৃত্বে একদল লোক আওয়মীলীগ অফিসে এসে ত্রাসের রাজত্ব কায়েম করে। এসময় তারা দলীয় কার্যালয় ভাংচুর সহ বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী,স্থানীয় এমপি প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমানের ছবি ভাংচুর করে। সেই সাথে তারা উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধানের ব্যানার ছিঁড়ে ফেলে পদদলিত করে। তারা কিছুক্ষণ অবস্থান করার পর ঘটনাস্থল ত্যাগ করে।
এ ঘটনার পর পুলিশ প্রশাসন ও আওয়ামীলীগ নেতৃবৃন্দ আওয়ামীলীগ কার্যালয়ে আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
মামলার বাদী আওয়মীলীগ কর্মি এ এ এম আলতামাসুল ইসলাম প্রধান জানান, সেদিনের ঘটনার সিসি ফুটেজ ও উপস্থিত লোকজনের স্বাক্ষী প্রমানের ভিত্তিতে আসামী সনাক্ত করে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
এদিকে, উল্লেখিত মামলার প্রধান আসামী অধ্যক্ষ আবুল কালাম আজাদের সাথে মামলা বিষয়ে জানতে চাইলে তিনি জানান, সেদিন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক তৌকির হাসান রচিকে পুলিশ গ্রেপ্তারের প্রতিবাদে দলীয় নেতা-কর্মিরা বিক্ষোভ প্রর্দশন শেষে দলীয় কার্যালয়ে যায়। সেখান থেকে আমি নেতা কর্মিদের সরিয়ে নিয়ে আসি। মিথ্যা অভিযোগের ভিত্তিতে মামলাটি করা হয়েছে।

