আরও শীত বাড়ার পূর্বাভাস

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০১:১৫ PM, ১৪ জানুয়ারী ২০২২

Spread the love

ডিবিসি প্রতিবেদক;

দেশের বিভিন্ন অঞ্চলে চলমান বৃষ্টিপাতের প্রবণতা কমে যাওয়ার পাশাপাশি শীত বৃদ্ধি পাওয়ার পূর্বাভাস দিয়েছে আবাহাওয়া অধিদফতর।

শুক্রবার (১৪ জানুয়ারি) সকালে আবহওয়া অধিদফতর জানায়, আজ বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। পরবর্তী তিন দিনে বৃষ্টিপাতের প্রবণতা কমে যেতে পারে এবং রাতের তাপমাত্রা কমতে পারে। এতে আরও বেশি শীত অনুভূত হবে।

এদিকে, শুক্রবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সিলেটে ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, তেঁতুলিয়ায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তাপমাত্রা কম থাকায় সেখানে তীব্র শীত পড়েছে।

আপনার মতামত লিখুন :