আমেরিকার অর্চার্ডবিচ পার্কে লাখাইবাসীর বনভোজন

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ১০:২২ PM, ০৭ সেপ্টেম্বর ২০২২

Spread the love
এম এ ওয়াহেদ, লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি;
আমেরিকা থেকে প্রাপ্ত সংবাদের ভিওিতে জানা যায়, গত ২৭শে আগষ্ট যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে লাখাইবাসীর বার্ষিক মিলন মেলা ও বনভোজন অনুষ্ঠিত হয়।
যুক্তরাস্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে বসবাসরত লাখাইবাসীর স্বপরিবারে অংশ গ্রহণ করায় নিউইয়র্কের অর্চার্ডবিচ পার্ক যেন ছিল এক খন্ড লাখাই উপজেলায় পরিনত হয়।
লাখাই উপজেলা এসোসিয়েশন অব আমেরিকার ইঙ্কের ব্যানারে আয়োজিত এই অনুষ্ঠানে ছিল শিশুকিশোরদের খেলাধূলা, মহিলাদের মিউজিক্যাল পিলো। বড়দের ফুটবল ম্যাচ।
বর্নাঢ্য আয়োজন আর দুপুরের ভোজনে ছিল লাখাইয়ের ইতিহাস ও ঐতিহ্যে সাজানো।
বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় ২য়তম বার্ষিক বনভোজন।
সংগঠনের প্রতিষ্ঠাতা আহ্বায়ক এড.সালেহ উদ্দীন আহমদের সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা সদস্য সচীব মোঃরেজাউল আজাদ ভূঁইয়ার সঞ্চালনায়
আলোচনা সভা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, বনভোজন উদযাপন কমিটির আহ্বায়ক এড. নাসির উদ্দীন, সদস্য সচীব আশিকুর রহমান, বনভোজনের গ্র্যান্ড স্পন্সর এটর্নী মঈন চৌধুরী ও ওয়াছি চৌধুরী, সাবেক চেয়ারম্যান তাজুল ইসলাম, সাবেক চেয়ারম্যান লিয়াকত আলী, বামৈ সরকারী উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফজলুল হক, আলী আলমাস খান লোদী, এড. মোস্তাক আহমদ, আজিজ মোল্লা।
সমন্বয়ক – সিদ্দিকির রহমান ও আবুল কালাম আজাদ টিপু ।
আমন্ত্রিত অথিতিদের মধ্যে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ  জেলা কল্যান সমিতি যুক্তরাষ্ট্র ইঙ্কের ভারপ্রাপ্ত সভাপতি আতাউর রহমান, সাধারন সম্পাদক রোকন হাকিম, সাবেক সাধারন সম্পাদক আকবর হোসেন স্বপন, সদর শাখার সমিতির সাধারন সম্পাদক আমির হোসেন, সাবেক সাধারন সম্পাদক আবুল কালাম, নবীগঞ্জ সমিতির সভাপতি জামাল আহমদ, সাধারন সম্পাদক এমরান আলী টিপু, হবিগঞ্জ  জেলা সাবেক ছাত্রনেতা মুকিদুল ইসলাম।
শতাধিক নারী ও শিশুদের উপস্থিতি বনভোজনের আয়োজন প্রানবন্ত করে তুলে। মহিলাদের আকর্ষনীয় খেলা ছিল মিউজিক্যাল পিলো । ১ম স্থান বিজয়ী আয়েশা  আক্তার, ২য় বিজয়ী শাপলা আক্তার।
বিভিন্ন সিটি ও অঙ্গরাজ্যে বসবাসরত শতাধিক পরিবারের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন এবং একে অন্যের সাথে পারিবারিক পরিচয়ে আন্তরিক বন্ধন উন্নয়নের উপলব্ধি থেকে সাবেক ছাত্রনেতা মোঃ রেজাউল আজাদ ভূঁইয়া বার্ষিক বনভোজন ও সংগঠন করার উদ্যোগ নিয়ে সকলকে সম্পৃক্ত করে  ২০২০ সালে লাখাই উপজেলা এসোসিয়েশন অব আমেরিকা ইঙ্কের যাত্রা শুরু হয়, সর্বসম্মতিক্রমে এড. সালেহ উদ্দীন আহমদ -আহ্বায়ক ও  মোঃ রেজাউল আজাদ ভূঁইয়াকে সদস্য সচীব করে রেজিস্ট্রেশন ও একটি পূর্নাঙ্গ কমিটি  গঠন করার দায়িত্ব দেওয়া হয় ।
সংগঠনের কার্যক্রম গতিশীল ও সম্প্রসারিত করতে  রেজিষ্ট্রেশন সম্পন্ন করা হয় ।
গত ২৭শে আগষ্ট বনভোজনে আগামী ২ বছরের জন্য ওয়াছি চৌধুরীকে সভাপতি, সিদ্দিকুর রহমান সিনিয়র সহসভাপতি  ও আবুল কালাম আজাদ টিপুকে সাধারন সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়।

আপনার মতামত লিখুন :