আবৃতিতে জেলার শ্রেষ্ঠ হয়েছে বাহুবলের উর্মি
আজিজুল হক সানু, হবিগঞ্জ প্রতিনিধি;
হবিগঞ্জে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমী হবিগঞ্জের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আবৃত্তি প্রতিযোগিতা,আলোচনা সভা সহ নানান কর্মসূচি পালন করা হয়েছে।
এতে আবৃতি প্রতিযোগীতায় ‘খ’ বিভাগে ১ম স্থান লাভ করেছে বাহুবলের বিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী পূর্ণা ভদ্র শর্মি। সে ওই স্কুলের প্রদান শিক্ষক রিফা দত্তের কন্যা।
আজ বেলা ১টার দিকে পূর্ণা ভদ্র শর্মির হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সভাপতি, জেলা প্রশাসক ইশরাত জাহান ও অনুষ্ঠানের প্রধান অতিথি হবিগঞ্জ ৩ আসনের এমপি আলহাজ্ব এডভোকেট আবু জাহির।
বিশেষ অতিথি পুলিশ সুপার এসএম মুরাদ আলী ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর হোসেন চৌধুরী।

