আপন বোনকে ধর্ষণচেষ্টা; ছেলেকে হত্যা করল মা-বাবা
ডিবিসি প্রতিবেদক;
মদ খেয়ে বাড়িতে গিয়ে আপন বোনকে ধর্ষণচেষ্টা করে মো. হাসান মিয়া (১৭) নামের এক কিশোর। এসময় ছেলেকে মারপিট করে বাবা-মা। মারপিটের একপর্যায়ে মৃত্যু হলে তাকে ডোবায় ফেলে দেয় পরিবারের লোকজন।
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী গ্রামে এ ঘটনা ঘটে। উক্ত ঘটনায় শনিবার (৯ জানুয়ারি) সকালে গজারিয়ার হোসেন্দী বাজার এলাকা থেকে নিহত হাসান মিয়ার বাবা, মা ও বোনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- নিহত হাসানের বাবা মো. শামীম শিকদার (৪০), মা হাসিনা বেগম (৩৬) ও বোন (১৪)।
এরআগে শুক্রবার (৮ জানুয়ারি) সকাল ১১টার দিকে বাড়ির পাশের ডোবা থেকে হাসানের মরদেহ উদ্ধার করে পুলিশ। হত্যা করে ডোবায় ফেলে দেওয়ার ১৭ দিন পর মরদেহটি উদ্ধার করা হয়।
পচা-দুর্গন্ধের খোঁজ করতে গিয়ে অর্ধগলিত মরদেহের সন্ধান পায় তার স্বজনরা। এরপর পুলিশকে খবর দেয় এলাকাবাসী।
গজারিয়া থানার ওসি মো. রইছ উদ্দিন এ প্রতিবেদককে বলেন, নিহত হাসান মিয়া মাদকাসক্ত ছিল। ঘটনার দিন রাতে তার আপন বোনকে জোর করে নিজের রুমে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। বোনের চিৎকারে মা, বাবা এসে ছেলেকে মারপিট করলে একপর্যায়ে মৃত্যু হয় হাসানের।
ওসি আরও বলেন, মরদেহটি বাড়ির পাশে ডোবায় ফেলে দেয় পরিবারের সদস্যরা। এ ঘটনা প্রত্যক্ষ করে নিহত হাসানের ছোট ভাই। তাকে জিজ্ঞাসাবাদ করেই ঘটনার মূল রহস্য জানা গেছে। সে মামলার বাদী। গ্রেপ্তারকৃতদের রোববার আদালতে পাঠানো হয়েছে।

