আটহাজার পিস ইয়াবা উদ্ধার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৮:৩৪ AM, ২৭ জুন ২০২১

Spread the love

গাইবান্ধা প্রতিনিধি;

গাইবান্ধার গোবিন্দগঞ্জে আটহাজার ১৮০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৩ গাইবান্ধা।

শনিবার (২৬ জুন) সন্ধ্যায় র‌্যাব-১৩ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

এর আগে ওইদিন সকালে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জের বোয়ালিয়া এলাকায় চেকপোষ্ট বসিয়ে একটি মাইক্রোবাসে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বাসিন্দা ফুলমিয়ার ছেলে লুৎফর রহমান লালন (৩২) অপর দুইজন হলেন, কামাল শেখ (৩৫) ও তার স্ত্রী ফাহিমা আক্তার (২৩)। এরা দুজনই মাগুড়া জেলার মোহাম্মদপুর এলাকার বাসিন্দা।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের একটি আভিযানিক দল ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার বোয়ালিয়া এলাকায় চেকপোষ্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি করে। এ সময় একটি সন্দেহভাজন মাইক্রোবাসকে থামিয়ে তল্লাশি চালায় র‌্যাব। পরে মাইক্রোবাস থেকে আটহাজার ১৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয় নারীসহ তিন মাদক ব্যাবসায়ীকে।

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত। তাদের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

আপনার মতামত লিখুন :