আজ আন্তর্জাতিক আদিবাসী দিবস

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৬:২০ PM, ০৮ অগাস্ট ২০২১

Spread the love

লেখক, মির্জা মো. আজিম হায়দার; উন্নয়নকর্মি

আজ আন্তর্জাতিক আদিবাসী দিবস-২০২১
এবারের প্রতিপাদ্য- কাউকে পেছনে ফেলে নয় : আদিবাসী অধিকার প্রতিষ্ঠায় নতুন সামাজিক অঙ্গীকারের আহ্বান

(আদিবাসী দিবসের অঙ্গীকার, আদম শুমারীতে যুক্ত হবো সবাই)

দিবসটি উপলক্ষ্যে সারা বিশ্বের বিভিন্ন দেশে নানান কর্মসূচি আয়োজন করা হচ্ছে। বিশ্বের ৭০ টির বেশী দেশে আদিবাসী জনগোষ্ঠীর বসবাস। বাংলাদেশেও আদিবাসী/ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর (২০১০-২০১৯ সালের গেজেট অনুযায়ী) প্রায় ৫০ টি জাতিগোষ্ঠীর বসবাস। আদিবাসী জনগোষ্ঠীর দাবী হচ্ছে সারা দেশে প্রায় ৭৫ টির মত (পাহাড় ও সমতলে) জাতিগোষ্ঠীর বসবাস। জনসংখ্যার বিচারের সংখ্যার দিক থেকেও কম নয়। বিভিন্ন হিসেবে থেকে ধারনা করা হয় প্রায় ৫০ লক্ষ-এর অধিক হবে। বিভিন্ন সময়ের আদম শুমারীতে তাদের তালিকা করার সময় আদিবাসী/ক্ষুদ্র নৃ-গোষ্ঠী হিসেবে তালিকা করার বিষয়টি আগে তেমন একটা গুরুত্ব দেয়া হতো না। ফলে তারা নিজেদের সনাতন ধর্মের তালিকায় যুক্ত করে। এর ফলে তেমন সংখ্যাগত তথ্য নাই। আদিবাসীদের উন্নয়নের বিভিন্ন পদক্ষেপ নেয়া হলেও তা তাদের কাছে কতটুকু যায়। আমার বিশেষ তহবিলের মাধ্যমে সরকারের পক্ষ থেকে বিভিন্ন সময় অনুদান প্রদান করা হয়। এতে কতটুকু পায় সেটাও প্রশ্ন রাখে। উন্নয়ন বাজেটে আদিবাসীদের জন্য বরাদ্দ রাখা হলে আদিবাসীরা সেখান থেকে কিছুটা হলেও সফলতা পেত।

আদিবাসীদের বিভিন্ন সভা সমাবেশে বক্তব্যের মাধ্যমে জানা যায় তারা অধিকাংশই/কোন কোন ক্ষেত্রে ১০০% ভোট সরকারের পক্ষে যায়। তার পরও কেন এই সরকারের সময় তাদের এতো সমস্যা। সাংবিধানিক স্বীকৃতি নাই। বিভিন্ন স্থনে নারী নির্যাতনের তথ্য পাওয়া যায়। যা বর্তমান সরকারের বিভিন্ন ছত্র-ছায়ায় হচ্ছে বলে তারা দাবি করেন।

আমি আশা করছি এবারের আদমশুমারীতে আদিবাসী/ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কোন সদস্য যাতে শুমারী থেকে বাদ না পরে তার জন্য আদিবাসীদের দায়িত্ব নিতে হবে। তাদের নিজেদের মধ্যে টীম তৈরী করে সচেতনা সৃষ্টি করে তাদের তালিকায় যুক্ত করতে হবে।

বিভিন্ন রাজনৈতিক দলের সদস্য বৃদ্ধির জন্য সকলেই কাজ করে থাকে। ধর্মীয় নেতারা তার ধর্ম প্রচার করে সদস্য বৃদ্ধি কাজ করে থাকে। পৃথিবীর সৃষ্টি থেকেই বিভিন্ন ধর্মের জনসংখ্যা বৃদ্ধিতে কাজ চলছে। একই ভাবে আমার অনুরোধ থাকবে আদিবাসীদের বিভিন্ন সংগঠন আছে, বিভিন্ন যুব/ছাত্র পরিষদ, প্রথাগত প্রতিনিধি আছে যারা এই সময় তার এলাকার আদিবাসীদের তালিকা যাতে সঠিক ভাবে আসে তার জন্য কাজ করা। প্রয়োজনে এলাকায় আদিবাসী যুব সমাজের প্রতিনিধিদের নিয়ে স্বেচ্ছাসেবক গ্রুপ তৈরী করা এবং তাদের মাধ্যমে সবাইকে তালিকায় যুক্ত করা। আদিবাসীদের সংগঠিত হতে হবে। নিজেদের মাঝে সমন্বয়বৃদ্ধি করতে হবে। নিজেদের মাঝে সমন্বয় না থাকলে সফলতা আসবে না। সম্পত্তি রক্ষায় নিজেদের সম্পত্তির সীমানা চিহ্নিত করে রাখতে হবে। সম্পত্তির কাগজপত্র সংগ্রহ ও সংরক্ষণ করতে হবে।

আপনার মতামত লিখুন :