আগুন পোহাতে গিয়ে দগ্ধ ৪ নারী-শিশু

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৯:৫৪ PM, ১৪ ডিসেম্বর ২০২২

Spread the love

রংপুর প্রতিনিধি;

শীতের হাত থেকে বাঁচতে গত কয়েক দিনে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে ৪ নারী-শিশু রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। শীতের প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে আগুনে পোড়া রোগীর সংখ্যাও বাড়বে- এমনটাই শঙ্কা করছেন বার্ন ইউনিটের সংশ্লিষ্টরা।

তবে সরঞ্জামের অভাবে রোগীদের পর্যাপ্ত সেবা দেওয়ার প্রস্তুতি এখন গ্রহণ করতে পারেনি রমেক হাসপাতালের বার্ন ইউনিট।’

বার্ন ইউনিট সূত্রে জানা গেছে, বর্তমানে ওই ইউনিটে ২৪ জন আগুনে পোড়া রোগী রয়েছে। এর মধ্যে গত কয়েক দিনে ৪ নারী-শিশু শীতের হাত থেকে বাঁচতে খড়-কুটা জ্বালিয়ে উত্তাপ নেওয়ার সময় অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান ডা. এমএ হামিদ জানান, প্রতি বছরই আগুনের তাপ নিতে গিয়ে মৃত্যুর সংখ্যা বাড়ছে। এজন্য জনগণের সচেতনতা প্রয়োজন। আমরা সব সময়ই পরামর্শ দিচ্ছি এ বিষয়ে। গরম কাপড় পরিধান করা, আগুন না পোহানো এবং বৃদ্ধ ও শিশুদের যত তাড়াতাড়ি সম্ভব ঘুমাতে যাওয়া ও দেরিতে ঘুম থেকে ওঠা জরুরি। এ নিয়মগুলো মানলে অগ্নিদগ্ধের সংখ্যা কমবে বলে তিনি মনে করেন।’

এ ব্যাপারে রংপুর আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ কামরুল ইসলাম জানান, বুধবার রংপুর অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠা-নামা করেছে।

আপনার মতামত লিখুন :