আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অবস্থান ও ভাংচুর নিয়ে পাল্টাপাল্টি মানববন্ধন

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০১:০৯ PM, ২০ ফেব্রুয়ারী ২০২১

Spread the love

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বিবাদমান দুই গ্রুপের দলীয় কার্যালয়ে অবস্থান ও ভাংচুর নিয়ে পাল্টাপাল্টি মানববন্ধন করেছে। শনিবার বিকেলে দলীয় কার্যালয়ের সামনে উভয় গ্রুপের মানববন্ধন অনুুষ্ঠিত হয়। মানববন্ধনে উভয় গ্রুপ একে অপরের বিরুদ্ধে দলীয় কার্যালয় ভাংচুরের অভিযোগ আনেন।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র আতাউর রহমান সরকারের নেতৃত্বে বিকেল ৫টার দিকে প্রথমে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ভাংচুরের জন্য উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সাংসদ অধ্যক্ষ আবুল কালাম আজাদের নেতৃত্বাধীন অংশকে দায়ী করে বক্তব্য প্রদান করা হয়। মানববন্ধনে অভিযোগ করা হয়, তারা দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ছবি ভাংচুর করেছে।

অপরদিকে, বিকেল সাড়ে ৫টার দিকে একইস্থানে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক হামিদুল ইসলামের নেতৃত্বে আরও একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সাংসদ অধ্যক্ষ আবুল কালাম আজাদের বিরুদ্ধে দলীয় কার্যালয়ে ছবি ভাংচুরের মিথ্যা অভিযোগ আনায় তীব্র প্রতিবাদ জানানো হয়।

মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, তারা হীন স্বার্থ হাসিলের উদ্দেশ্য নিজেরা ছবি ভাংচুর করে উপজেলা আওয়ামী লীগের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে তাঁর ভাবমূর্তি নষ্টের পায়তারা করছে।

উল্লেখ্য, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক এমপি আবুল কালাম আজাদের সমর্থিত উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক তৌকির হাসান রচিকে থানা পুলিশ শুক্রবার দিবাগত রাত ২টার দিকে মায়ামনি মোড় থেকে গ্রেপ্তার করে। রচির মুক্তির দাবীতে শুক্রবার রাত ৩টার দিকে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে দলীয় নেতা-কর্মীরা।

একই দাবীতে শনিবার দুপুরে বিক্ষোভ মিছিল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে অবস্থান নেয় দলীয় নেতা-কর্মীরা। এর পরেই উপজেলা আওয়ামী লীগের দুই পক্ষ থেকে একে অপরের বিরুদ্ধে দলীয় কার্যালয় ভাংচুরের অভিযোগ করে মানববন্ধন করে।

আপনার মতামত লিখুন :