আইনজীবি সমিতির সদস্যদের পুলিশী নির্যাতনের প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সমিতির বিবৃতি

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৫:০৫ PM, ১১ জুন ২০২২

Spread the love

গাইবান্ধা প্রতিনিধি;

ঢাকা আইনজীবি সমিতির ৩ সদস্যকে পুলিশী নির্যাতনের প্রতিবাদে নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন গাইবান্ধা জেলা বার এসোসিয়েশনের নেতৃবৃন্দরা।

এই বিবৃতিপত্রে গাইবান্ধা জেলা বার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবুসহ সংগঠনের ৫০ জন বিজ্ঞ সদস্য স্বাক্ষর করেন।

এতে বলা হয়, ঢাকা আইনজীবি সমিতির ৩ জন বিজ্ঞ সদস্যকে মিথ্যা ও হয়রানীমূলক মামলায় গ্রেপ্তার করে পুলিশ হেফাজতে নির্যাতন ও ২ জনকে রিমান্ডে নেওয়া হয়। এরই প্রতিবাদে গাইবান্ধা জেলা বারের নেতৃবৃন্দের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

গাইবান্ধা জেলা বার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু অবিলম্বে বিজ্ঞ আইনজীবিগণদের নিঃশর্ত মুক্তি ও মামলা প্রত্যাহারের জোর দাবি জানান।

আপনার মতামত লিখুন :