অস্বাস্থ্যকর পরিবেশে রং মিশ্রিত লাচ্চা সেমাই তৈরি
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পবিত্র মাহে রমজান ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অস্বাস্থ্যকর পরিবেশে মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকারক রং মিশ্রিত লাচ্চা সেমাই তৈরী এবং বিক্রি করা হচ্ছে।
ভেজাল খাদ্যদ্রব্য তৈরি বন্ধে প্রশাসনের কার্যকর ভূমিকা না থাকায় জনমনে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।
কিছু অসাধু ব্যবসায়ী বিভিন্নস্থানে মানবদেহের জন্য ক্ষতিকর রং দিয়ে অস্বাস্খ্যকর পরিবেশে তৈরী করছে লাচ্চা সেমাই । শিবপুর ইউনিয়নের মালঞ্চা, চকেন্দাহার, হরিরামপুর, নাকাই বাজার সংলগ্ন, পৌরশহরের বটতলী ও সোনারপাড়া লাচ্চা তৈরীর কারখানা স্থাপন করে অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল উপকরণ দিয়ে লাচ্ছা সেমাই তৈরি করা হচ্ছে। সেই সাথে লাচ্ছা সেমাইয়ে মিশানো হচ্ছে মানবদেহের জন্য ক্ষতিকর রং।
এছাড়া উপজেলার আরও ৫/৭টি পয়েন্টে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে এবং পাম ও পোড়া তেলে ভেজে তৈরী করা হচ্ছে নিম্ন মানের রং মিশ্রিত লাচ্চা সেমাই। এসব লাচ্চা সেমাই বিক্রি হচ্ছে বিভিন্ন হাটবাজারে দেদারছে। ক্ষতিকারক রং মিশ্রিত ও ভেজাল খাদ্য দ্রব্য খেয়ে লোকজন নানা রোগে আক্রান্ত হচ্ছে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাজেদুল ইসলাম বলেন, ভেজাল খাবার খেলে পেটের নানা পিড়াসহ রং মিশ্রিত খাবার খেলে ক্যান্সার এর মত জটিল রোগে আক্রান্ত হতে পারে।
গোবিন্দগঞ্জ উপজেলা উপজেলা নির্বাহী অফিসার মো. আবু সাঈদ জানান, শীঘ্রই ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করে ভেজাল খাদ্য দ্রব্য প্রস্তুত ও বিক্রি বন্ধে কার্যকর পদক্ষেপ নেয়া হবে।

