অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান চলবে- এসিল্যান্ড
আজিজুল হক সানু, হবিগঞ্জ প্রতিনিধি;
হবিগঞ্জের বাহুবলে ১হাজার ফুট অবৈধ বালু জব্দ করা হয়েছে।
এদিকে, অভিযানের খবর পেয়ে জড়িতরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গতকাল রবিবার বিকেল ৪টার দিকে উপজেলার কামাইছড়া এলাকায়।
জানা যায়, উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের সুন্দ্রাটিকি গ্রামের কামাইছড়া এলাকায় দীর্ঘদিন যাবত একদল লোক স্থানীয় প্রভাব কাটিয়ে ছড়ায় অবৈধভাবে বালু উত্তোলন করছিল। এতে গোপনীয় সংবাদের ভিত্তিতে বাহুবল উপজেলা সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা মোঃ রুহুল আমিনের নেতৃত্বে অবৈধ বালু আস্তানায় অভিযান চালিয়ে ১ হাজার ফুট বালু জব্দ করেন।
এ ব্যাপারে উপজেলা ভূমি কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রুহুল আমিনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, অভিযানকালে জড়িত কাউকে পাওয়া যায়নি। বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে তিনি দাবী করেছেন।

