অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে শহীদ মিনারে অবস্থান
স্টাফ রিপোর্টার;
গাইবান্ধার গোবিন্দগঞ্জে যত্রতত্র অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেছে গোবিন্দগঞ্জ নাগরিক কমিটি।
গতকাল বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে পৌরসভার কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে মুখে কালো কাপড় বেঁধে বালু উত্তোলন ও পরিবহন বন্ধের দাবিতে এ কর্মসূচি পালন করে। গোবিন্দগঞ্জ নাগরিক কমিটির আহবায়ক এম এ মতিন মোল্লার সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার বক্তারা- যত্রতত্র বালু উত্তোলন ও পরিবহন সম্পূর্ণরূপে বন্ধ না হওয়া পর্যন্ত আগামী সপ্তাহের কর্মসূচিগুলো সফল করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। সেই সাথে উপজেলা প্রশাসনের চলমান অভিযান আরও কঠোর করা প্রয়োজন বলে মনে করেন।
কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, জেএসডি উপজেলা শাখার সভাপতি আইয়ুব হোসেন সরকার, বাসদ উপজেলা শাখার সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাধারণ সম্পাদক কালা মানিক দেব, উপজেলা ওয়ার্কার্স পার্টির (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক লুৎফর রহমান, উপজেলা কমিউনিস্ট পার্টির সহসভাপতি দেলোয়ার হোসেন,
উপজেলা যুবমৈত্রীর সাধারণ সম্পাদক আইয়ুব হোসেন, উপজেলা জাতীয় কৃষক সমিতির সিনিয়র সহ সভাপতি মমতাজ আলী প্রধান, উপজেলা সেচপাম্প মালিক সমিতির সভাপতি আবুল কাসেম, উপজেলা আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

