অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির শীতার্তদের মধ্যে কম্বল ক্রয়ের টাকা বিতরণ
filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0;
hw-remosaic: 0;
touch: (-1.0, -1.0);
modeInfo: ;
sceneMode: Night;
cct_value: 0;
AI_Scene: (-1, -1);
aec_lux: 32.0;
hist255: 0.0;
hist252~255: 0.0;
hist0~15: 0.0;
গাইবান্ধা প্রতিনিধি;
বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে বুধবার দুপুরে নিজস্ব কার্যালয়ে শীতার্ত ও কম সৌভাগ্য ব্যক্তিদের মধ্যে কম্বল ক্রয়ের জন্য টাকা বিতরণ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। টাকা বিতরণ করেন প্রধান অতিথি গাইবান্ধার সহকারী কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট তাপস চক্রবর্ত্তী তুষার।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের জেলা চেয়ারম্যান আজাদ মো: আবু রায়হান, সাধারণ সমপাদক মো: আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি মো: মতিয়ার রহমান, কোষাধ্যক্ষ মো: খায়রুজ্জামান দুদু, কায়ছার আলীসহ সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, সংগঠনের সদস্য এবং তাদের পরিবারের ৭৬ জন সদস্যদের মধ্যে এই টাকা বিতরণ করা হয়।

