অটোপাস নাকি পরীক্ষা, জানা যাবে এ সপ্তাহেই
ডিবিসি প্রতিবেদক;
চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল গত ফেব্রুয়ারি ও এপ্রিলে। তবে মহামারির কারণে তা সম্পূর্ণ অনিশ্চিত হয়ে গেছে। পরীক্ষা দুটি আদৌ অনুষ্ঠিত হবে কিনা, না হলে বিকল্প কী হবে এ নিয়ে ৪৪ লাখ পরীক্ষার্থী উদ্বিগ্ন।
অবশেষে এই দুই পরীক্ষার ভবিষ্যৎ নির্ধারণ করা হয়েছে। সংক্ষিপ্ত আকারে পরীক্ষা নাকি অটোপাস সে বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করেছে সরকার।
জানা গেছে, বুধবার বা বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে সরকারের সিদ্ধান্ত সবাইকে জানিয়ে দেবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
এই দুই পরীক্ষা নেওয়া সম্ভব না হলে বিকল্প পদ্ধতিতে পাস করানোর চিন্তাভাবনা করছে শিক্ষা মন্ত্রণালয়। এ জন্য একাধিক প্রস্তাব তৈরি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো হয়েছিল।
প্রস্তাবে বলা হয়, রচনামূলক বা সৃজনশীল প্রশ্ন বাদ দিয়ে কেবল বহু নির্বাচনী প্রশ্নে (এমসিকিউ) পরীক্ষা নেওয়া যেতে পারে। বিষয় ও পূর্ণমান (পরীক্ষার মোট নম্বর) কমিয়েও পরীক্ষা নেওয়া যেতে পারে। এ ক্ষেত্রে দুই পত্র একীভূত করা যায়।

